গতকাল ১৬ জানুয়ারি রাত ১১টায় রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর-১৩৩/১৮ (আর) মামলার ৬ (ছয়) বৎসর সশ্রম কারাদন্ড ও ৩০০০/-(তিন হাজার)টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাস কারাদন্ড, ০২। সিআর-৩১২/১৬(টি) মামলার ০১ (এক) বৎসর সশ্রম কারাদন্ড, ১০,০০,০০০/-(দশ লক্ষ)টাকা জরিমানা সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামি ববিতা বেগম (৩৫) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ববিতা পৌরশহরের ঈদগাঁও বস্তির জাহেরুল ইসলামের স্ত্রী।
এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরোয়ানাভুক্ত আসামি ববিতাকে গ্রেফতার করে আজ ১৭ জানুয়ারি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, ববিতা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।