- প্রচ্ছদ
-
- রংপুর
- রাণীশংকৈলে স্বাধীনতা দিবস উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
রাণীশংকৈলে স্বাধীনতা দিবস উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
প্রকাশ: ২৬ মার্চ, ২০২১ ১:৫৩ অপরাহ্ণ
মাহাবুব আলম রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি ।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬টি হতদরিদ্র অসহায় উপকারভোগি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে । ২৬ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন, পৌর সভা ও ইএসডিও’র যৌথ অর্থায়নে এসব সামগ্রী দেওয়া হয়।
এ সামগ্রীর মধ্যে ৮ জনের মাঝে ৮ বান্ডেল টিন, ১১ জনের মাঝে ১১টি ছাগল , ১ জনের মাঝে ১টি উইল চেয়ার, ৩ জনের মাঝে ৩ টি সেলাই মেশিন , এবং ৩ জনের মাঝে ৩ টি বাই সাইকেল দেওয়া হয় ।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির , সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, ইএসডিও ম্যানাজার খাইরুল ইসলাম,তহসিলদার জাহিরুল ইসলাম:প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
Please follow and like us:
20 20