- প্রচ্ছদ
-
- রংপুর
- রাণীশংকৈল উপজেলার মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি অনুমোদন সভাঃ সম্রাট ,সাঃ সম্পাদক মুশফিকুর
রাণীশংকৈল উপজেলার মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি অনুমোদন সভাঃ সম্রাট ,সাঃ সম্পাদক মুশফিকুর
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২০ ১০:০৩ পূর্বাহ্ণ
মাহাবুব আলম রাণীশংকৈল ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি ।।মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন-ই আমাদের অঙ্গিকার’ এই শ্লোগানকে সামনে রেখে মুক্তিযুদ্ধ মঞ্চের ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলা শাখার আগামী এক বছরের জন্য দুই সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে ।
মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার সভাপতি মোবাশ্বের হোসেন মুন্না এবং সাধারণ সম্পাদক আবু হাসান পাভেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে শনিবার (২৬ ডিসেম্বর) রানীশংকৈল উপজেলা শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক এ কমিটির অনুমোদন দেওয়া হয় ।এতে সভাপতি হিসেবে সিরাতুল মুনতাহা (সম্রাট) ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানকে উপজেলা শাখার দায়িত্ব প্রদান করা হয় । এবং দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলার সভাপতি সম্পাদককের বরাবর দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এই বিষয়ে উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি ও -সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা যেন আরো হাজারো বছর স্বমহিমায় এবং স্বগৌরবে বাংলাদেশের মাটিতে অটুট থাকে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বজায় রাখতে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বাংলাদেশ গড়ার লক্ষে আমাদের এই মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটি টি । মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার প্রজন্মকে এক সুঁতোয় গাঁথাও মুক্তিযুদ্ধ মঞ্চ এর অন্যতম প্রধান লক্ষ্য। মুক্তিযুদ্ধ মঞ্চের আমি একজন সদস্য হতে পেরে সত্তিই আমি অনেক আনন্দিত ও গর্বিত।
Please follow and like us:
20 20