- প্রচ্ছদ
-
- রংপুর
- রাণীশংকৈল পৌর সভায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান”র কার্যক্রম শুরু
রাণীশংকৈল পৌর সভায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান”র কার্যক্রম শুরু
প্রকাশ: ২৪ মার্চ, ২০২১ ১০:১২ পূর্বাহ্ণ
মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর শহরের নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিষ্কার পরিছন্নতা অভিযানের কার্যক্রম শুরু হয়েছে । বুধবার ২৪ (মার্চ) সকালে পৌর শহরের চৌরাস্তা মোড় থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয় ।
এ সময় স্বাগত বক্তব্য দেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। এ ছাড়াও এ অভিযানে অংশগ্রণ করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির , উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহাদেব বসাকসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা -কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে পৌর মেয়র বলেন আজ থেকে পরিষ্কার পরিছন্নতা অভিযান শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে।
Please follow and like us:
20 20