- প্রচ্ছদ
-
- রংপুর
- রানীশংকৈলে পিতলের মূর্তি উদ্ধার
রানীশংকৈলে পিতলের মূর্তি উদ্ধার
প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২১ ১০:০২ পূর্বাহ্ণ
মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের গাজিগর এলাকায় ১ টি ২০০ শত গ্রাম ওজনের পিতলের মূর্তি উদ্ধার করেছে রানীশংকৈল থানা পুলিশ । পুলিশ সুত্রে জানা গেছে, ( ৭ সেপ্টেম্বর মঙ্গলবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঐ গ্রামের ইউনুস আলীর ছেলে আব্দুল মজিদের বাসা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করেছি।
এ বিষয়ে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, থানা পুলিশ মূর্তি উদ্ধার করে আমার কাছে জমা দিয়েছে। এটি ঠাকুরগাঁও জেলা ট্রেজারিতে পাঠানো হবে ।
Please follow and like us:
20 20