আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৭
রামগতি:- বড় মেয়ে সামিয়ার পরীক্ষা। তাই স্কুলের উদ্দেশে বের হন দুই মেয়েসহ মা। বৃহস্পতিবার তারা বাড়ি থেকে বের হলেও আজ শনিবার পর্যন্ত মিলছে না সন্ধান। পরীক্ষাতেও যোগ দেয়নি সামিয়া। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়।
দুই মেয়ে সুরাইয়া জাহান সামিয়া (৮) ও বিবি ফাতেমাকে (৪) নিয়ে স্কুলের উদ্দেশে বের হয়েছিলেন মা মারজাহান বেগম। নিখোঁজ মা-মেয়ের সন্ধানে শুক্রবার রামগতি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মেয়ের পিতা মো. হেলাল বলেন, কেউ তাদের কোনো সন্ধান দিতে পারছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েছি।
তিনি আরও বলেন, বড় মেয়ে সামিয়া ও ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে আমার স্ত্রী স্কুলে যাওয়ার জন্য বের হন। খোঁজ নিয়ে দেখেছি স্কুলেও যায়নি তারা।
থানায় করা জিডি সূত্রে জানা গেছে, সামিয়া রামদয়াল বাজারের আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমির ছাত্রী।
বৃহস্পতিবার সামিয়ার পরীক্ষা ছিল সকাল ৯ টায়। সামিয়া ও ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে তাদের মা মারজাহান স্কুলের উদ্দেশে বের হন। সকাল ১০টায় হেলালকে স্কুলের শিক্ষক শিলা আক্তার মোবাইলে জানান, সামিয়া পরীক্ষা দিতে যায়নি। তখন তিনি স্ত্রী-সন্তানদের খোঁজ শুরু করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |