আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:১৬
বিডি দিনকাল ডেস্ক : ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া,মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানের বিশেষ আয়োজন করেছে রামপুরা থানা আওয়ামীলীগ ।
ব্যাপক আয়োজনে আগামীকাল ৩১ আগস্ট বুধবার মালিবাগ বাজার বিশ্ব রোডে সকাল ১০টায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন ঢাকা ১১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব একেএম রহমত উল্লাহ এমপি।
বিশেষ অতিথি থাকছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর সভাপতি শেখ বজলুর রহমান,প্রধান বক্তা থাকছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রামপুরা থানা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী লিয়াকত আলী ।
এদিকে অনুষ্ঠানটি যেন সুসৃঙ্খল ভাবে ব্যাপক সফলতায় যেন অনুষ্ঠিত হয় তার জন্য ইতিমধ্যে সাংগঠনিক বিশেষ সভা অনুষ্ঠিত হয় ।সভায় নানা বিষয়ে আলোচনা হয় ।
এই বিষয়ে ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের অন্যতম সদস্য,সাধারণ সম্পাদক প্রার্থী তরুণ নেতা কবির হোসেন মহসিন এই প্রতিবেদকের কাছে বলেছেন , এটিতো সাধারণ কোনো অনুষ্ঠান নয় ।এই অনুষ্ঠান জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকী ।আর এমন এক সময় এবং শোকাবহ আগস্টের শেষ দিন এই অনুষ্ঠানটি হচ্ছে রামপুরা থানা আওয়ামীলীগের উদ্যোগে । তা ছাড়া এই অনুষ্ঠানের আরেকটি গুরুত্ব রয়েছে ,২৩ নং ওয়ার্ডে হচ্ছে ।এর অনেকাংশে গুরু দায়িত্ব আমাদের উপরেই বর্তায় । ইতিমধ্যে ঢাকা মহানগর উত্তরের অনেক এলাকায় অনেক অনুষ্ঠান হয়েছে ।নেতৃবৃন্দ সেই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ,দেখেছেন । থানা আওয়ামীলীগের সার্বিক তত্ত্বাবধানে ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সর্বস্তরের নেতা কর্মীরা অনুষ্ঠানটি সফলতার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে । উত্তর আওয়ামীলীগের মধ্যে আমাদের এই অনুষ্ঠানটি মাইলফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ ।
অনুষ্ঠানস্থল এবং এর আশপাশ ব্যানার পেস্টুনে চেয়ে গিয়েছে ।মঞ্চ তৈরির সরঞ্জামও পৌঁছে গিয়েছে ।চলছে মঞ্চ তৈরির কাজ ।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |