আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪৭
বিডি দিনকাল ডেস্ক : গত শুক্রবার ২২ জুলাই ২০২২ইং ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ রামপুরা থানা এবং ২২, ২৩ ও ৯৮ ওয়ার্ড’র ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বনশ্রী সি-ডি ব্লকে ।
সম্মেলনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ,সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ এ কে এম রহমাতুল্লাহ এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ মন্ত্রী এ কে এম এনামুল হোক শামীম ।প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি ।বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি জাহানারা বেগম ,সহ-দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শেখ ,কার্যনির্বাহী কমিটির সদস্য মো:ফারুক মিলন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপুরা থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা হাজি মো:লিয়াকত আলী ।সঞ্চালনায় ছিলেন সাধার সম্পাদক কামরুজ্জামান বাদল ।
সম্মেলনকে কেন্দ্র করে ২৩ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক পদ প্রার্থী তরুণ প্রজন্মের নেতা আওয়ামী পরিবারের সন্তান কবির হোসাইন মহসিন এর পক্ষে দুপুর ২ টা থেকে মালিবাগ বাজার ,চৌধুরীপাড়া হাজীপাড়ার বিভিন্ন অলি- গলি হতে শত শত আওয়ামী কর্মীদের আনন্দ মিছিল বের হতে দেখা যায়।মিছিল নিয়ে তারা বাদ্যযন্ত্র বাজিয়ে সম্মেলন স্থলে জড়হতে থাকে নির্ধারিত সময়ের আগেই ।
সম্মেলন স্থলে মহসিনের ছবি লাগানো ক্যাপ-গেঞ্জি পরে অবস্থান করে নানা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলে তৃনমুলের নেতাকর্মীরা । এসময় শত শত নেতা কর্মীর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে অন্যরকম এক উৎসবের আমেজ তৈরী হয়। এই সম্মেলনের আগত বিভিন্ন নেতা কর্মীদের দৃষ্টি পড়ে মহসিনের পক্ষের কর্মীদের দিকে ।
সাংগঠনিক ভাবে তরুণ এই নেতা ২৩ নং ওয়ার্ডের সর্বস্তরের নেতা কর্মীদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছেন ।সাংগঠনিক দক্ষতার কারেন নেতা কর্মীরা তরুণ এই নেতাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় ।
তরুণ প্রজন্মের এই নেতা কবির হোসাইন মহসিনের বিশাল শোডাউনে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায় ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ থানা আওমীলীগের নেতৃবৃন্দ এবং এমপি বীর মুক্তিযুদ্ধা রহমতুল্লাহকেও ।
বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি দুই ভাই মো:আলম এবং কবির হোসাইন মহসিন । তাদের পিতা মরহুম আব্দুল খালেক ওরপে খালেক ভাই । প্রায় দুই বৎসর হতে চলছে না ফেরার দেশে চলে গিয়েছেন খালেক সাহেব । মরহুম আব্দুল খালেক জীবিত অবস্থায় কখনো বড়ো নেতা হতে চান নাই ,তিনি চেয়েছেন একজন সত্যিকারের মুজিব সৈনিক হয়ে থাকতে ।মৃত্যুর আগে পর্যন্ত তাই ছিলেন । তৎকালীন মতিঝিল-সবুজবাগ থানা আওয়ামীলীগের রাজনীতির সাথে অত্যান্ত ঘনিষ্টভাবে তিনি সম্পৃক্ত ছিলেন । মালিবাগ বাজার থেকে শুরু করে পুরো রামপুরা,তৎকালীন মতিঝিল-সবুজবাগ এলাকায় এক নামে খালেক ভাই হিসেবে সবাই চিনতেন ,জানতেন । এই পরিবার সত্যিকারার্থে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের সময়ে ব্যাপক হয়রানি,নির্যাতনের শিকার হয়েছেন ।১৯৯৩ সালে জামাতের এক কর্মী হত্যার মিথ্যা বানোয়াট মামলায় মালিবাগ বাসা থেকে আব্দুল খালেককে গ্রেফতার করে নিয়ে যায়।এই মামলায় তিনি একটানা ১৮ মাস কারাভোগ করেন ।পরে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বিশেষ রাজনৈতিক বিবেচোনায় মামলা থেকে খালাস পান মরহুম আব্দুল খালেক ।
অন্য দিকে মরহুম খালেক সাহেবের সন্তান মো:আলমও ওই সময়ে জোট সরকারের রোষানলে পড়ে। চট্রগ্রমের আওয়ামীলীগের সাবেক এমপি ,বিশিষ্ট্য শিল্পপতি মরহুম আক্তারুজ্জামান বাবুর সাথে আরেকটি মিথ্যা ,বানোয়াট মামলায় গ্রেফতার হয়ে ৮ বৎসর কারাবরণ করেন ।ছোট ছেলে মহসিন এক প্রকার জামাত জোট সরকারের হাত থেকে বাঁচতে দক্ষিণ আফ্রিকায় চলে যায় । বেশ কয়েক বছর প্রবাসে থাকার পর দেশে ফিরে এসে আওয়ামীলীগের রাজনীতিতে জড়িয়ে পড়ে । আওয়ামীলীগের রাজনীতি করতে গিয়ে যে পরিবারটি বিরোধী পক্ষের হাতে বার বার নির্যাতিত হয়েছে,নিগৃহীত হয়েছে সেই পরিবার যোগ্য সন্তানদেরকেই যে আওয়ামীলীগের রাজ্নীতিতে মানায় তা আর বলার অপেক্ষা রাখে না ।
রামপুরা থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হিসেবে নিজেকে একজন ক্লিন ইমেজের নেতা হিসেবে গড়ে তুলেছে মো:আলম । আর তারেই ছোট ভাই কবির হোসাইন মহসিন বড়ো ভাইয়ের পাশাপাশি মরহুম খালেক সাহেবের উত্তরসূরি হিসেবে আওয়ামী পরিবারের একজন সত্যিকারের সদস্য হিসেবে নিজেকে গড়ে তুলেছেন ।এই অবস্থায় রামপুরা থানা আওয়ামীলীগের রাজনীতিতে আলমের যেমন বিকল্প কেউ নাই তেমনি তরুণ প্রজন্মের নেতা পুরো মালিবাগ তথা ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কান্ডারি হিসেবে কবির হোসাইন মহসিনেরও বিকল্প কাউকে দেখছেনা তৃনমুলের নেতাকর্মীরা ।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |