মামুন হোসাইনঃ চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন রামপুর বাজারে অবস্হিত রামপুর বাজার মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
৯মার্চ শনিবার বেলা ৩ ঘটিকায় বিদ্যায়লের গভর্নিং বডির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিনা আলম কনস্ট্রাকশনের সিইও এসকে সোস্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সামছুল আলম সুমন।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মহসিনের এর পরিচালনায় বক্তব্য রাখেন মোঃ ফারুকুল ইসলাম পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক বিল্লাল হোসেন সাগর, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মোহাম্মদ আনছার আহম্মদসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ।
পুরস্কার বিতরণের পূর্বে যেমন খুশি তেমন সাজো ইভেন্টে বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা ভিন্ন সাজে সেজে বেশ কয়েকটি চরিত্রকে উপস্থাপন করে এবং ডিসপ্লে প্রদর্শন করেন। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।