আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৬
লক্ষ্মীপুর:-লক্ষ্মীপুরের রায়পুরে ইয়াবাসহ রায়হান কবির ভূঁইয়া (২৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে পৌর শহরের সর্দার বাড়ির সুপারির বাগান থেকে ২২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
শুক্রবার সকালে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রায়হান কবির পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম কাঞ্চনপুর গ্রামের মুদি ব্যবসায়ী আবদুল মতিনের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানিয়েছে, রায়হান কবির দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গতকাল মাদক বিক্রির সময় তাকে আটক করা হয়। এসময় অন্য মাদক ব্যবসায়ী ও ক্রেতারা পালিয়ে যায়।
পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোতালেব হোসেন ভুঁইয়া বলেন, রায়হান দলের সাংগঠনিকের দায়িত্ব পালন করছেন।তিনি যে মাদক ব্যবসা করেন তা জানতাম না। জরুরি সভা ডেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল যুগান্তরকে বলেন, রায়হান কবিরসহ তার সহযোগীদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |