লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে করোনায় আক্রান্ত হয়ে বিএনপি নেতা তসলিম উদ্দিন ভুঁইয়ার মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। এ ছাড়া তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।
রোবাবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির রায়পুর উপজেলা সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু।
তসলিম উদ্দিন ভুঁইয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার চরমোহনা ইউনিয়নের কৃতী সন্তান ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আমিন উল্যা ভুঁইয়ার বড় ছেলে।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বেলা সাড়ে ১০টার সময় মরহুমের জানাজা শেষে তার গ্রামের বাড়ি ( চরমোহনা ইউপি) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সৎ ও নিষ্ঠাবান বিএনপির এই নেতার মৃত্যুতে উপজেলা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও প্রেসক্লাবের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |