আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩০
ঢাকা :- ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবীবুর রাহমানের মৃত্যুর রহস্য উদঘাটন ও তদন্তের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা সাংবাদিক ফোরাম।
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। মানববন্ধনে সিনিয়র সাংবাদিক সোহেল সানি বলেন, হাবীবুর রহমানের মৃত্যুর রহস্য তৈরি হয়েছে। আমরা মনে করি তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। এটি হয়তো সুপরিকল্পিত হত্যাকান্ড। আর যদি এমনটি হয় তাহলে বিষয়টি উদ্বেগজনক।
হাবীবের মৃত্যুর রহস্য উদঘাটনে ডিআরইউর সাংবাদিকদের নিয়ে একটি কমিটি করার দাবি জানিয়ে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্রাব) সাবেক সভাপতি মিজান মালিক বলেন, হাবীবের মৃত্যুর রহস্য জানার জন্য সাংবাদিকদের নিয়ে একটি কমিটি করা উচিত। তার মৃত্যুর রহস্য বের করতে সাংবাদিকরা সমন্বয় করবেন। তারা সরকারের বিভিন্ন দফতরে বিষয়গুলো অবহিত করবেন। এতে সড়ক দুর্ঘটনায় এ ধরনের আরও অনেক রহস্য উদঘাটিত হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, হাবীবের মৃত্যু আমরা মেনে নিচ্ছি। কিন্তু তার মৃত্যু কীভাবে হলো সেই তথ্যও আমাদের জানার অধিকার আছে। আমরা কোনো তৎপরতা দেখতে পাইনি সরকারের কোনো মহল থেকে। যদি সড়কের ত্রুটির কারণে হয়ে থাকে সেটি প্রকাশ করে ব্যবস্থা নেয়া উচিত।
ডিআরইউর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব বলেন, হাবীবের মৃত্যু রহস্যজনক। আমরা এরইমধ্যে ডিআরইউর পক্ষ থেকে বিবৃতি দিয়েছি। তার মৃত্যুর রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী সরব থাকবে আশা করি। আর হাবীবের পরিবারের পাশে থাকবে ডিআরইউ।
ডিআরইউর সাবেক সভাপতি মোরসালীন নোমানী বলেন, হাবীবের মৃত্যু আমাকে ব্যথিত করেছে। এভাবে তার অকালে চলে যাওয়া মেনে নেয়া কষ্টকর। তার মৃত্যুর রহস্য রয়েছে। তাই আমি আইনশৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থার কাছে দাবি জানাই, সে কীভাবে মারা গেল তা যেন প্রকাশ করা হয়। সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে নাকি হত্যা করা হয়েছে তা জানা দরকার। এক সপ্তাহ হয়ে গেছে তার মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। এটি হতাশাজনক। তাই সাংবাদিকদের আহ্বান জানাই এই ঘটনা নিয়ে যেন প্রতিবেদন করা হয়।
আওয়ামী লীগ বিটে কাজ করা সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায় বলেন, বলা হচ্ছে হাবীব সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু যে আলামত আমরা দেখছি তা সন্দেহ তৈরি করেছে। তাই তার মৃত্যুর রহস্য উদঘাটন হওয়া উচিত। সাগর-রুনির হত্যা আমরা দেখেছি যার রহস্য এখনো উদঘাটন হয়নি। তাই হাবীবের হত্যার রহস্য উদঘাটন হওয়া দরকার। কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার কার্যনির্বাহী সদস্য ও ডিআরইউর কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন ডিআরইউর অর্থ সম্পাদক এস এম কালাম, দফতর সম্পাদক রফিক রাফি, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, এসকে রেজা পারভেজ, সাবেক তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, ডিআরইউর সাবেক সদস্য এম এ জসিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক জিলানী মিল্টন, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক খন্দকার আলম, লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের সভাপতি জাকির হোসেন লিটন, ঝালকাঠি জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ, দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার পাভেল হায়দার চৌধুরী প্রমুখ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |