হে ঘুমন্ত বিবেক
জেগে ওঠো,
আজ তোমাকে
জেগে ওঠতেই হবে।
রাতের কালো অভিশাপ মুছে
আজ তোমাকেই আনতে হবে
নতুন দিনের আলোর দিশারী।
অসহায়ের হাহাহার
তোমাকে ঘুচাতে হবে
অনাথ জন্ম-পাপীর জন্যে
তোমাকে দিতে হবে আশ্রয়,
ধর্ষণ- নির্যাতনের বিরুদ্ধে
তোমাকে জীর্ণ প্রথা ভেঙে
রুখে দাঁড়াতে হবে;
উদ্বাস্তুদের নোঙ্গর
হতে হবে তোমায়।
তোমাকেই হতে হবে
নিপীড়িতজনের ভরসা।
হে ঘুমন্ত বিবেক
তোমার নিদ্রার কারণে
চারিদিকে বৈষম্যের হাহাকার!
অনিয়ম- অত্যাচার অরাজকতা!
তোমার জেগে ওঠার অপেক্ষায়
আজ উলঙ্গপ্রায় ধরণী!
তুমি জেগে ওঠো হে বিবেক
তুমি হও নিপীড়িত পৃথিবীর ত্রাতা!
তুমি জেগে ওঠো
হে মানুষের ঘুমন্ত বিবেক,
তোমাকে জাগতেই হবে আজ।