- প্রচ্ছদ
-
- প্রধান খবর
- রুহুল কবির রিজভী’র তৃতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা
রুহুল কবির রিজভী’র তৃতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা
প্রকাশ: ১ এপ্রিল, ২০২১ ৯:২৬ পূর্বাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- তৃতীয়বার নমুনা পরীক্ষায়ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। গত ১৭ মার্চ থেকে তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এখন তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনো করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসছে বলে জানান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
ডা. রফিকুল বলেন, রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হলেও তিনবার করোনা টেস্ট করার পর তার রিপোর্ট পজিটিভ আসছে। তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত। আজ (বুধবার) সকালে তার ডায়াবেটিস একেবারে কমে গিয়ে হাইপো হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা ব্যবস্থা নেওয়ায় এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
ডা. রফিক আরও বলেন, করোনা নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তাকে হাসপাতালেই থাকতে হবে। এর আগে তার ফুসফুসের সিটিস্কেন করা হয়েছে, রিপোর্ট ভালো এসেছে। হার্টের রিপোর্টও ভালো। এছাড়া তিনি খাবারও খেতে পারছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।
এদিকে রুহুল কবির রিজভীর আশু রোগমুক্তি কামনায় দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
Please follow and like us:
20 20