বিডি দিনকাল ডেস্ক :- স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানান, রুহুল কবির রিজভীর অক্সিজেন স্যাচুরেশন কিছুটা উন্নতি হয়েছে। সার্বিক অবস্থাও ভালো। তার জ্বর নেই এবং কাশিও কমছে।
আরিফুর রহমান আরও জানান, প্রতিদিনই এক্সরে করে তার ফুসফুসের অবস্থা দেখা হয়। আজকের এক্সরের রিপোর্ট আরেকটু ভালো পাওয়া গেছে। তিনি স্বাভাবিক খাবারও খাচ্ছেন। আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।
গত ১৬ মার্চ বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিবের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
১৭ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হন। গত ৫ দিন আগে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |