আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৪
কামরুল হাসান বাবলু :- আজ ২৪ জানুয়ারি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবাষিকী ।
এই উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান,দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম ,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু,উত্তরের সদস্য সচিব আমিনুল হক,দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ,যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব,সাধারণ সম্পাদক সুলতান সাঃ উদ্দিন টুকুকে সাথে নিয়ে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকীতে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।।
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ বলেছেন- “বিভিন্ন অভিযোগে অভিযুক্ত মুজিব কোট পরিহিত লোক দিয়েই আ.লীগ সরকার নির্বাচন কমিশন পুনর্গঠন করবে”।
শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বনানীস্থ কবরে কোরানখানি, ফাতিহা পাঠ এবং শ্রদ্ধা শেষে আজ সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
করোনা বিধিনিষেদ থাকায় বিএনপি ও অঙ্গসংগঠন যার যার মতো করে সম্পূর্ণ সাস্থ বিধি মেনেই উপস্থিত হন নেতা কর্মীরা ।
এই সময় বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক ,বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ কামনা করেও বিশেষ দোয়া করা হয় ।
এ উপলক্ষে জিয়া পরিবার, বিএনপি ও আরাফাত রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, দোয়া, কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |