আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:০৬
“বাংলাদেশ আমার অহংকার” এই ¯েøাগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ কারী ও প্রতারক চক্রকে আইনের আওতায় এনে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ দুপুর ০২.১০ ঘটিকায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চিলমারী ইউনিয়ন খাজিরাথাক গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে মাদক স¤্রাজ্ঞী মোছাঃ শেফালী খাতুন (৫০), স্বামী-মোঃ ওমর বেপারী, সাং-খাজিরাথাক, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া এর হেফাজত থেকে ১৯৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় (যাহার আনুমানিক মূল্য ৫৮,০৮,০০০/-টাকা), সেই সাথে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি বিদেশী পিস্তল, ০৮ রাউন্ড গুলি, ০২টি হাসুয়া এবং মাদক বিক্রির নগদ ৯৯,০০০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাব্ েমাদক ব্যবসা চালিয়ে আসছে এবং মাদক ব্যবসার কাজে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছে। উক্ত আসামি কুষ্টিয়া, পাবনা এবং রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিনব কায়দায় মাদক বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |