আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৩২
বিডি দিনকাল ডেস্ক :- গতকাল রোববার দুপুরে বরগুনার পাথরঘাটা এলাকার লঞ্চঘাটে এক প্রশ্নের জবাবে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, র্যাব বাংলাদেশের সংবিধান, আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি বলেন, আমরা যখন কাজ করি, আমাদের এই কার্যক্রম জ্যুডিশিয়াল সিস্টেমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তদন্ত করে থাকেন। থানা পুলিশ এটা তদন্ত করে থাকে। আমরা কিন্তু তদন্ত করি না। এই তদন্তের পর যদি মামলা করার প্রয়োজন হয়, মামলা হয়ে যায়। সেই মামলার তদন্ত হয়। এরপর জ্যুডিশিয়াল সিস্টেমে সেটা কোর্টে যায়। এরপর যাচাই-বাছাই হয়। তারপর সেই সিদ্ধান্ত হয়, এরপরই আমাদের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।
র্যাব প্রধান বলেন, আমাদের স্বাধীন মিডিয়া আছে, সুশীল সমাজ আছে।
সব দিক থেকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি বিষয় যাচাই-বাছাই হয়। সবকিছু আইন এবং বিধির আলোকে সংগঠিত হচ্ছে। এখানে আমাদের মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নেই।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |