আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:২৬
লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষকদের বিরুদ্ধে ১৩ বছর বয়সী কামরুল হোসেন শুভ নামে এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন নিহত ছাত্রের মা রেখা বেগম। এ ঘটনায় মাদ্রাসার সুপার শাফায়েত আহাম্মদ ও মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় এই দুই শিক্ষকের নাম উল্লেখ করে আরো তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সোমবার সকালে রামগঞ্জ থানায় এই মামলা দায়ের করা হয়। নিহত কামরুল হোসেন শুভ মোহাম্মদীয় এতিমখানা কমপ্লেক্সে হেফজ বিভাগের ছাত্র ছিল। সে মাদ্রাসার আবাসিকে থেকেই সে পড়ালেখা করতো।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, মাদ্রাসা ছাত্রকে নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। এছাড়া এঘটনার সাথে আরো কারো জড়িত থাকার প্রমাণ পেলে তাদের গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, কামরুল হোসেন শুভ মোহাম্মদীয় এতিমখানা কমপ্লেক্সে হেফজ বিভাগে আবাসিকে থেকেই সে পড়ালেখা করতো। রোববার সকালে সে অসুস্থ হয়ে পড়লে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর সে মারা যায়। অভিযোগ উঠেছে, প্রায় মাদ্রাসার শিক্ষকরা কারণে-অকারণে শুভকে মারধর করতো। রোববার ভোরেও তাকে ব্যাপক মারধর করা হয়। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনকে জানায় মাদ্রাসার কর্তৃপক্ষ। কামরুল হোসেন শুভকে পরিকল্পিতভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে মাদ্রাসার শিক্ষকরা বলে অভিযোগ করেন নিহত ছাত্রের স্বজনরা।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |