আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৩
লক্ষ্মীপুরে বশিকপুরে নোমান-রাকিব হত্যা মামলায় গ্রেফতারকৃত ৪ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। এসময় পুলিশের ৭ দিনের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ শুক্রবার দুপুরে চীফ জুডিশিয়াল আদালতের বিচারক ভিক্টোরিয়া চাকমা এ আদেশ দেন।
পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- সবুজ, বাবলু, ইসমাইল হোসেন ও মনির হোসেন রুবেল। এদের মধ্যে সবুজ ও বাবলু এজাহারভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে। সিংকঃ বেলায়েত হোসেন, পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা।
এর আগে এই জোড়া খুনের ঘটনায় লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত আবদুল্যা আল নোমানের বড় ভাই ও বশিকপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সহ ৩৩ জনের নামে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থল গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা নোমানকে মৃত ঘোষনা করেন। ছাত্রলীগ নেতা রাকিবকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান তিনিও।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |