আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১০
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : লন্ডন থেকে তারেক রহমান’র মনিটরিং’র জাল বিস্তার: উত্তর চট্টগ্রামের সুবিধাবাদী বিএনপি নেতা নামধারীরা সাবধান। ৫ অক্টোবর রোড মার্চ এর দিন রাস্তা/মাঠে না থাকলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা।
উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলা গুলোতে বিএনপির নেতা নামের সাইনবোর্ডে ব্যবহারকারী কতেকগুলো নেতা রয়েছে তারা আন্দোলন-সংগ্রামে মাঠ/রাস্তায় না থেকে ও আরাম-আয়েসে বাসা/বাড়িতে থেকে রিতিমতো হুংকার ছুড়ে দলের দায়িত্ব ধরে রেখেছে! দেশের অন্যান্য স্থানের কথা বাদ দিলে ও চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন প্রায় প্রতিটি উপজেলায় বিএনপির রাজনীতিতে গুটি কয়েক সুবিধাবাদী নেতা গ্রুপিং-দ্বন্দে জড়িয়ে পড়ে দলকে বিপর্যস্ততার দিকে ঠেলে দিয়ে নিজেরা নিজেদের স্বার্থ হাসিল করার মানসে তৎপর রয়েছে। চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির গ্রুপিং-দ্বন্দের রাজনীতিতে সব চেয়ে খারাপ অবস্থানে রয়েছে মীরসরাই উপজেলা। এখানে বর্তমানে ৬/৭ জন তাদের অনুসারিদের নিয়ে গ্রুপিং-দ্বন্দের মাধ্যমে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার দৃশ্য অতি ষ্পষ্টত:!
মীরসরাই বিএনপির গ্রুপিং-দ্বন্দের রাজনীতিতে যারা সক্রিয় ভূমিকা পালন করে থাকে তাদের মধ্যে উল্লেখযোগ্য’ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির দু’যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আমিন ও নুরুল আমিন চেয়ারম্যান এবং সদস্য শাহিদুল ইসলাম চৌধুরী। এ ছাড়া- বিগত জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে ৪দলীয় জোট’র সমন্বয়ে দলীয় ভাবে মনোনয়ন পাওয়া প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরীর অনুসারী একটি অংশ, বিগত সময়ে বিএনপি চেয়ারপার্সন’র উপদেষ্টা কাউন্সিল’র সদস্য ও সাবেক রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান জহিরুল আমিন প্রকাশ জেড, এ খান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ+সভাপতির দাবিদার মনিরুল ইসলাম ইউসুফ এবং আরো আছে দু’একজন! উল্লেখিতদের মধ্যে নামে মাত্র দু’একজন ব্যাতিরেকে অন্যদের দলীয় প্রোগ্রামে ও দেখা যায়না! অথচ, তারা চালাকি করনের মাধ্যমে দলের পদ-পদবী ধরে রেখে নিজেকে দলের বড় নেতার দোহাই দিয়ে দলীয় অন্যান্য সুযোগ-সুবিদা হাতিয়ে নিতে মত্ত থাকে।
এবার কিন্তু, তাদের সে চালাকি রক্ষা করে চলার সময়-দিন শেষ হয়ে যাওয়ার পথে। এর কারণ হিসেবে সর্বাল্লেখযোগ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ মাতা বেগম খালেদা জিয়া’র সু’যোগ্য উত্তরসূরি তারুণ্যের অহংকার ‘তারেক রহমান’ লন্ডন থেকে দলের সর্বোচ্চ পর্যায়ে মনিটরিং করে যাচ্ছেন রাজনৈতিক বিভিন্ন দিক্। সুতরাং, এ যাবতকাল যাই কিছু করা হোক্ না কেনো এখন আর তা চালানো র প্রায় সব পথ বন্ধ।
অতিতের কথা বাদ রেখে আগামী ৫ অক্টোবর বিএনপির নের্তৃত্বাধীন দলের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল এবং ছাত্রদল সহ অন্যান্যদর সম্পৃক্ততায় কুমিল্লা-ফেনী এবং মীরসরাই রোড মার্চ শেষ করে চট্টগ্রাম শহরে গিয়ে সমাবেশের মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকার কে রাজনৈতিক ভাবে ‘লাল কার্ড’ দেখিয়ে দেয়ার এক কঠিন কর্মসূচি নিয়ে এগিয়ে আসছে দলের ‘লড়াকু সৈনিক’রা।
দিন গড়িয় রাত, আবার রাত পেরিয়ে দিন! এ ভাবে-ই রাত+দিন পার হতে হতে অতি দ্রুত-ই ধেয়ে ৫ অক্টোবর রাজনৈতিক অগ্নি পরিক্ষার দিন দোরগোড়ায় এসে পৌঁছাচ্ছে। বর্তমানে টালমাটাল রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বলা চলে, এ দিন দেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল বিএনপি’র অস্তিত্ব মুখ থুবড়ে পড়া/না পড়ার দিন।
সত্যিকারার্থে সেই দিন যারা/যে সব নেতারা মাঠ/রাস্তায় থাকবে তারা-ই সত্যিকার হিরো বনে যাবে সন্দহহীন ভাবে।
তাই, বিএনপি’র রাজনীতিতে সত্যিকারের ‘হিরো’ বনে যেতে চাইলে এখন থেকে ৫ অক্টোবর এর জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহন করার কোনো-ই বিকল্প নেই।
নিঃসন্দেহে এবার প্রমাণ হয়ে যাবে-কে, বা কারা বিএনপি’র জন্য নিবেদিত প্রাণ। যারা/যে সব নেতা নামধারীরা আড়ালে আবড়ালে থেকে বড় বড় কথা বলে নের্তৃত্ব ধরে রেখেছে! মূলত: রাজনৈতিক কর্মের বেলায় তারা অ-নে-ক অনেক দুরে। আর তাদের কারনে-ই অনেক সাধারণ নেতা-কর্মী হা-হুতাশে রাজনীতি থেকে একেবারেই ছিটকে পড়ে থাকার কারণে দলের আজ এই ত্রাহি অবস্থা।
সুতরাং, বিএনপি’র মধ্যে লুকিয়ে থাকা সুবিধাবাদী নেতা নামধারীরা সাবধান: দেশের সর্ব স্থানের সব (প্রায়) দায়িত্বে থাকা নেতাদের সব কিছু-ই মনিটরিং করে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’। আর কিন্তু, পার পাওয়ার উপার নেই, হয় মাঠ/রাস্তায় থেকে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত থেকে দায়িত্ব আগলে রাখতে হবে নয়তো দায়িত্ব ছেড়ে দিয়ে নির্বাসনে যেতে হবে।
বলা-ই বাহুল্য: কুমিল্লা থেকে প্রস্তুতি নিয়ে ‘রোড মার্চ এর শুভ সূচনা’র পর গড়াবে ফেনী। এবং এর পর সমাবেশে মিলিত হওয়ার জেলা শহর চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই উপজেলা ও কর্মসূচির অন্তর্ভুক্ত। সুতরাং, ফেনীর পরে মীরসরাই উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ছাত্রদল এবং অপরাপর সংগঠনের দায়িত্ববান নেতারা তাদের কর্মী বাহিনী নিয়ে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। আর তাতে কোনো ক্রমেই ব্যর্থতার পরিচয় দেয়া নেতারা আমেরিকার স্যাংশনের মতো দলীয় ভাবে সিদ্ধান্ত নেয়া কঠিন পরিক্ষার মধ্যে পড়তে হবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |