আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:০১
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃকিংবদন্তি টিভি উপস্থাপক ল্যারি কিং কোভিডে আক্রান্ত হয়ে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে বিবিসি।
তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো এবিসি নিউজ এবং সিএনএনকে জানিয়েছে, তিনি এক সপ্তাহ ধরে সিডারস-সিনাই মেডিকেল সেন্টারে ভর্তি। তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে রাজি হননি ল্যারির পরিবার ও চিকিৎসক। গত কয়েক বছরে তার স্বাস্থ্যের বেশ অবনতি হয়েছে। একবার হৃদরোগে আক্রান্ত হন।
ল্যারি বয়সের বার্ধক্যজনিত রোগে ভুগছেন। এই কিংবদন্তি সাংবাদিক সিএনএন, ইউএস টুডেসহ একাধিক গণমাধ্যমে কাজ করেছেন। ইউএস টুডেতে ২০ বছর কলাম লিখেছেন। সর্বশেষ রুশ গণমাধ্যম আরটি এবং হুলুতে কাজ করছিলেন।
জীবনে বহু মানুষের সাক্ষাৎকার নিয়েছেন। কে নেই এই দীর্ঘ তালিকায়! রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, চলচ্চিত্র-তারকা, সংগীতশিল্পী, টেলিভিশন ব্যক্তিত্ব, সমাজসেবক, ব্যবসায়ী, এমনকি দুর্গত জনসাধারণ, সবাই আছেন তার সাক্ষাৎকারের তালিকায়। যিনি এসবের নায়ক, তার নাম ল্যারি কিং। খ্যাতি অর্জন করেছেন টেলিভিশন টক শো অনুষ্ঠান ‘ল্যারি কিং লাইভ’-এর মাধ্যমে। সিএনএনে প্রচারিত এই অনুষ্ঠানটির মাধ্যমে অর্জন করেছেন টক শো অনুষ্ঠানের রাজার মর্যাদা। ১৯৮৫ সালের ৩ জুনে শুরু হওয়া অনুষ্ঠানটি তিনি রাজকীয় ভঙ্গিমায় চালিয়ে গেছেন এ বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত। টানা ২৫টি বছর। ৮৭ বছর বয়সী এই প্রখ্যাত বক্তা ৬০ বছরেরও বেশি ক্যারিয়ারে কিং-এর বহু অর্জন রয়েছে, এর মধ্যে এমি অ্যাওয়ার্ড রয়েছে।
লরেন্স হার্ভে বা ল্যারি কিংয়ের জন্ম নিউইয়র্কে। ১৯৩৩ সালের ১৯ নভেম্বর। বাবা ছিলেন রেস্টুরেন্ট ব্যবসায়ী। আর মা বেলারুশ থেকে আসা এক পোশাকশিল্প কর্মী। ল্যারি ফোরিডার স্থানীয় সাংবাদিক হিসেবে পেশাগত জীবন শুরু করেন। ১৯৫০-এর দশক থেকে কাজ করেন রেডিও ইন্টারভিউয়ার হিসেবে। ১৯৭০-এর দশকে তিনি রেডিও উপস্থাপক হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |