আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৬
কামরুজ্জামান (হেলাল) যুক্তরাষ্ট্রঃ-
একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘লিটল বাংলাদেশ এভিনিউ’। এতদিন নিউইয়র্কে বাংলাদেশের নামে কোনো শহর ছিল না। এই প্রথম বাংলাদেশের নামে নিউইয়র্কে কোনো এলাকার নামকরণ করা হলো।
নিউইয়র্কে উদ্বোধন হলো লিটল বাংলাদেশ। এর মধ্য দিয়ে বাংলাদেশ নামটি যুক্ত হলো মার্কিন মুলুকের একটি এভিনিউ হিসেবে। এ সড়কের নামফলক উন্মোচন করেন স্থানীয় কাউন্সিলম্যান জেমস জেনারো। সাউথ এশিয়ান আমেরিকার ভয়েস নামে একটি সংগঠনের পক্ষ থেকে লিটল বাংলাদেশের এ প্রস্তাব করা হয়। নতুন এ সড়কে নামকরণে উচ্ছ্বাস প্রকাশ করেন নিউইয়র্ক কমিউনিটি বোর্ড সদস্য মোহাম্মদ তুহিন।
এ উপলক্ষে নিউইয়র্কের জ্যামাইকায় সব বয়সী মানুষের ঢল নামে। দলমত নির্বিশেষে সবাই লিটল বাংলাদেশের নামকরণে ছিলেন উচ্ছ্বসিত। অনুষ্ঠানে এসেম্বলিওমেন, বাংলাদেশের কনসাল জেনারেল, কুইন্স ব্যারো প্রেসিডেন্টসহ মূলধারার রাজনীতিক ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে একটি এলাকার নাম লিটল বাংলাদেশ। তবে নিউইয়র্ক সিটিতে সবচেয়ে বাংলাদেশি বাস করে। এতদিন নিউইয়র্কে বাংলাদেশের নামে কোনো শহর ছিল না। এই প্রথম বাংলাদেশের নামে নিউইয়র্কে কোনো এলাকার নামকরণ করা হলো।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |