লেবানন:- কাউন্সিল ও নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লেবাননে ৮২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের তত্ত্বাবধানে কাউন্সিল ও ভোটের মধ্যদিয়ে এ কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (২৯শে জুন) এ কমিটিকে অনুমোদন দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুমোদিত এ কমিটিতে মফিজুল ইসলাম বাবুল সভাপতি আমিনুল ইসলাম আইমান সাধারণ সম্পাদক করা হয়েছে।
লেবানন বিএনপির কমিটি অনুমোদন করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত লেবানন বিএনপির বিএনপির নেতৃবৃন্দ।
কাউন্সিলরদের কন্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হন মফিজুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আইমান ।
এদিকে, কমিটি অনুমোদনের খবরে আনন্দ ছড়িয়ে পরে লেবানন বিএনপির নেতাকর্মীদের মধ্যে।নব নির্বাচিত নেতৃবৃন্দ বলেন এখন উৎসাহ-উদ্দীপনায় প্রবাস থেকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সংগ্রামে কাজ করবে।
নবনির্বাচিত কমিটির নেতৃদ্বয়কে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক ও বহির্বিশ্ব বিএনপির জনপ্রিয় নেতা সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব।
এক অভিনন্দন বার্তায় মুকিব বলেন, লেবানন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আইমানের নেতৃত্বে আগামী দিনে বহির্বিশ্বে অবৈধ সরকার পতন আন্দোলনে সাহসী ভূমিকা রাখবেন একই সঙ্গে লেবানন বিএনপিকে এগিয়ে নিয়ে যাবেন।