আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩২
আবুবকর সিদ্দিক ,জয়পুরহাট:-জয়পুরহাট আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা\ দাম কম হওয়ায় হিমাগারে সংরক্ষণ করা আলু নিয়ে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কৃষক,ব্যবসায়ী ও হিমাগার মালিকরা। বর্তমান বাজারে ৬০ কেজির এক বস্তা আলুতে লোকসান হচ্ছে ৪ থেকে ৫’শ টাকা। ফলে কমে গেছে আলুর বেচা-কেনা। এ অবস্থায় কৃষক ও ব্যবসায়ীদের পাশাপাশি হিমাগারে সংরক্ষিত আলুর বিশাল মজুদ নিয়ে লোকসান দুশ্চিন্তায় দিন কাটছে হিমাগার কর্তৃপক্ষের।
জয়পুরহাটে এবার ৪০ হাজার ৩শ ১৫ হেক্টর জমি থেকে আলু উৎপাদন হয়েছে ৮ লাখ ৪৫ হাজার ২শ ৯৭ মেট্রিক টন। যার মধ্যে জেলার ১৭ হিমাগারে সংরক্ষিত আলুর পরিমাণ ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন। গত বছর দাম বেশি পেয়ে এবার কৃষকের পাশাপাশি হিমাগারে আলু সংরক্ষণ করে ব্যবসায়ীরা।
হিমাগার ভাড়া সহ ৬০ কেজির প্রতিবস্তা আস্টেরিক জাতের আলুতে এবার খরচ পড়েছে এক হাজার টাকা আর দেশি পাকরি জাতের আলুতে খরচ পড়েছে ১২’শ টাকা। কিন্তু বর্র্তমানে প্রতি বস্তা আস্টেরিক আলু ৫’শ এবং পাকরি আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬’শ টাকায়। দাম কমের পাশাপাশি বাজারে চাহিদা না থাকায় হিমাগারে মজুদের মাত্র ২০ ভাগ আলু বিক্রি হয়েছে। ৮০ ভাগ আলু এখনো মজুদ রয়েছে জেলার হিমাগারগুলোতে। অথচ হিমাগার খালি করার সময়সীমা রয়েছে আগামী ১৫ নভেম্বর।
এ অবস্থায় হিমাগারে সংরক্ষণ করা আলু নিয়ে চরম লোকসানে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। সগুনা গোপীনাথপুর এলাকার কৃষব ফেরদৌস জানান গত বছর হিমাগাওে আলু রাখায় লাভ হওয়ায় এবারও তিনি বেশী পরিমান আলু হিমাগাওে রেখেছেন , কিন্তুু দাম কম হওয়ায় এবার আলুতে লোকসান গুনতে হচ্ছে\
গত বছর দাম বেশি হওয়ায় সরকার বাজার নিয়ন্ত্রণ করলেও লোকসান ঠেকাতে কোন নজরদারি নেই সরকারের এমন অভিযোগ ব্যবসায়ীদের।
মৌসুম শেষ হতে আর মাত্র দুই মাস বাকি। এ অবস্থায় বিশাল অঙ্কের মজুদ খালি করতে সরকারি উদ্যোগের দাবি হিমাগার কর্তৃপক্ষের।
কালাই, জয়পুরহাট নর্থপোল কোল্ড ষ্টোর জি.এম মনোয়ারুল ইসলাম জানান মৌসুম শেষ হতে আর মাত্র দুই মাস বাকি। এখনো অর্ধেক আলু হিমাগারেআছে। এ অবস্থায় বিশাল অঙ্কের মজুদ খালি করতে সরকারি উদ্যোগের দাবি হিমাগার কর্তৃপক্ষের।
খাদ্যে উদ্বৃত্ত জয়পুরহাটে আলু উৎপাদন লাভজনক করতে সরকারের পৃষ্ঠপোষকতায় এর বহুবিধ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বিদেশে রপ্তানি করে বাজারে আলুর চাহিদা বাড়ানোর দাবি এলাকাবাসির।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |