ঢাকা:-সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ হাবিব হাসান। গতকাল সংসদের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে মোহাম্মদ হাবিব হাসান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। উল্লেখ্য, ৯ই জুলাই ১৯১ ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুজনিত কারণে ১২ই নভেম্বর ২০২০ তারিখে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।