আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২০
জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ : আগামী ৮ ই মে বাংলাদেশে উপজেলা পরিষদ নির্বাচন । এই নির্বাচনকে কেন্দ্র করে ইতালির ভেনিসেও চলছে প্রচার প্রচারনা । শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ভিপি মামুন মোস্তফা কে জয়ী করতে প্রচারনা সভা করেছে ভেনিসে বসবাসরত নড়িয়া বাসী।
ভেনিসের মেস্রে ঢাকা বিরিয়ানি হাউজে আয়োজিত প্রচারনা সভায় সভাপতিত্ব করেন মাষ্টার হাকিম শেখ । সোহানুর রহমান উজ্জল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামীলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন ঢালী ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম শিকদার , মাহমুদ বিপ্লব , হাকিম ছৈয়াল , নান্নু ঢালী , ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ভিপি মামুন মোস্তফা। এ সময় আরো বক্তব্য রাখেন, আকবর খান , বাচ্চু হাওলাদার , মাহাদী সিকদার , কালাম চৌকিদার , মাছুম খালাসী , ঢালী বাপ্পি , সফিক হাওলাদার , জেমস , মনির হোসেন হাওলাদার , শাহাদাৎ সিকদার , নুরুদ্দিন নয়ন আকন , কবির সর্দার , এমডি সবুজ , হারুনুর রশিদ , জয়নাল শেখ , নজরুল লাকুরিয়া প্রমূখ। বক্তাগন এলাকার উন্নয়নে জনগনের নেতা নড়িয়া কলেজের সাবেক ভিপি আওয়ামীলীগ নেতা মামুন মোস্তফা কে ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। সে সময় ভেনিসে বসবাসরত নড়িয়া বাসীদের হাতে নির্বাচনী লিফলেট বিতরন করা হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |