আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১১
শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে শরীয়তপুর জেলা কৃষক দলের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শরীয়তপুর জজ কোর্ট এলাকায় এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।
শরীয়তপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ভিপি এ্যাড. মনিরুজ্জামান খান দিপু’র নেতৃত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান মোল্যা। এতে অংশগ্রহণ করেন, জেলা কৃষক দলের প্রচার সম্পাদক আলী আহমেদ মোল্যা, জাজিরা উপজেলা আহবায়ক কাজী জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহবায়ক বাদশা চোকদার, গোসাইরহাট উপজেলা সভাপতি বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আজহার, কামাল শেখ, কামাল হোসেন ঢালী, বাচ্চু চৌধুরী, এ্যাড. লোকমান হোসাইন, শওকত হোসেন, রুবেল মোল্যা, রিপন মাঝি, রবিন, শাহাদাৎ হোসেন, দেলোয়ার হোসেন, মনসুর আহমেদ, ফারহানা নিপা প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সহ নেতৃবৃন্দের মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |