- প্রচ্ছদ
-
- ঢাকা
- শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত
শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত
প্রকাশ: ৩১ মে, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি :শরীয়তপুর জেলায় বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৩০ মে ২০২৩) বিকালে শরীয়তপুরের মনোহর বাজার এলাকায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মোল্যা, যুবদল নেতা বাবু, জেলা ছাত্রদল নেতা ইসহাক সরদার, জোনায়েদ ঢালী সহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us:
20 20