মো: শফিকুল ইসলাম – রাজধানীতে পৃথক দু’টি অভিযান চালিয়ে শরীয়তপুরের পালং থানায় চাঞ্চল্যকর সাত্তার ফকির হত্যা মামলায় এজাহারনামীয় প্রধান আসামি দিলু মাদবরসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব বলছে, গ্রেফতারকৃত পলাতক ব্যক্তিরা হলেন, প্রধান আসামী দেলোয়ার ওরফে দিলু মাদবর (৩৮), তার অপর দুই সহযোগী মিলন ফকির (২৮) ও আরিফ ফকির (২৫)।
গতকাল বুধবার মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী ও চকবাজার থানা এলাকায় পৃথক ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি দিলুসহ তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আজ র্যাব-১০ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিডিয়া) এম, ফখরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল গতকাল বুধবার রাত ৮ টা থেকে আজ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়দাবাদ বাস-স্ট্যান্ড এলাকা ও চকবাজার থানার ইমামগঞ্জ এলাকায় পৃথক দু’টি ঝটিকা অভিযান চালিয়ে শরীয়তপুরের পালং থানায় চাঞ্চল্যকর আব্দুর সাত্তার ফকিরকে নৃশংসভাবে হত্যা মামলার এজাহারনামীয় এবং দীর্ঘদিন পলাতক পলাতক প্রধান আসামি দেলোয়ার ওরফে দিলু মাদবর (৩৮) তার অপর দুই সহযোগী মিলন ফকির (২৮) ও আরিফ ফকির (২৫)সহ তিনজনকে আটক করতে সক্ষম হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ওই হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি বলে র্যাবের কাছে স্বীকার করেছে।
র্যাব জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধান ও মামলা সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ৯ জুন তারিখ আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে ভিকটিম সাত্তার ফকির প্রস্রাব করার জন্য তার বাসা থেকে বেরিয়ে বাড়ীর পেছনে যায়। অতঃপর পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা গ্রেফতারকৃত দিলু মাদবর তার অন্যান্য সহযোগীদের নিয়ে পূর্বশত্রুতার জের হিসেবে পূর্বপরিকল্পিতভাবে সাত্তার ফকিরের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় তাদের কাছে থাকা লোহার রড, টর্চ লাইট, লাঠি-সোটা ইত্যাদি দিয়ে সাত্তারকে এলোপাথারি মারধর করে এবং মারধর এর একপর্যায় সাত্তার এর গলা চেপে। এক পর্যায়ে সাত্তারের ডাকচিৎকারে তার পরিবারের লোকজন বের হলে তাদেরকেও চড়-থাপ্পর মেরে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে সাত্তারকে মুমূর্ষু অবস্থায় মাটিতে ফেলে রেখে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে সাত্তার এর পরিবারের লোকজন স্থানীয় লোকজনদের সহযোগীতায় সাত্তার ফকিরকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
র্যাব সূত্র আরো জানান, ওই হত্যাকান্ডের পর মৃত সাত্তার ফকিরের স্ত্রী শরীয়তপুর জেলার পালং মডেল (সদর) থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পর থেকে প্রধান আসামি দিলুসহ তার সহযোগীরা এলাকা ছেড়ে রাজধানীর যাত্রাবাড়ী ও চকবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামিদের শরীয়তপুরের পালং মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |