আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৪
শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বিকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জীবন আহমেদ নান্টুর সভাপতিত্বে এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান সম্রাটের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সামাজিক নিরাপত্তা ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী।
বিশেষ অতিথি ছিলেন, জেলা গণ অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট খবির হোসেন, সদস্য সচিব ডা.শাহজালাল সাজু, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ইমরান নাজির।
বক্তব্য রাখেন, সাংবাদিক মো. রোমান আকন্দ, যুব অধিকার পরিষদের এবি হান্নান, কাওসার আহমেদ প্রমূখ।
সভায় শরীয়তপুর সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইব্রাহিম মোল্যা ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের নেতৃত্বাধীন ৪৭ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ পরিচয় করিয়ে দেয়া হয়।
এসময় সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |