আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫২
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুরের ডামুড্যার কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসক, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম’কে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক করা হয়েছে। বিএনপি’র কেন্দ্রীয় দফতর থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি ডা. রফিকুল ইসলাম’কে দেয়া হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদ খালি থাকায় দলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম’কে পদন্নতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনের জন্য চিঠি দেয়া হয়েছে। এ সিদ্ধান্ত শুক্রবার থেকেই কার্যকর হয়েছে।
এদিকে, পদোন্নতির চিঠি পেয়ে খুশি হয়ে ডা: রফিকুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অন্যদিকে, শরীয়তপুরের ডামুড্যার কৃতি সন্তান ডা: রফিকুল ইসলাম বিএনপি’র কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হওয়ার তাঁকে শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব সফিকুর রহমান কিরন, সাধারণ সম্পাদক, সাবেক এমপি আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আর তিনিও সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপি’র কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে ডা: রফিকুল ইসলাম সহ-স্বাস্থ্য সম্পাদকের পদ পেয়ে ছিলেন। আর বিএনপি’র কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদে ছিলেন, ডা. মীর ফাওয়াজ হোসেন শুভ। তিনি নিষ্ক্রিয় থাকায় আগেই পদটি শূন্য ঘোষণা করা হয়।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |