আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৮
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী তরুন দলের কেন্দ্রীয় আহবায়ক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম বলেছেন, দিনদিন শরীয়তপুরের মাটি ও জনপদ জাতীয়তাবাদী দলের উর্বর ভূমি হয়ে চলছে। দেশে স্বাভাবিক নির্বাচন হলে প্রতিটি নির্বাচনে শরীয়তপুরের সবকটি আসন থেকে ধানের শীষে প্রার্থীরা বিজয়ী হবে। কারণ শরীয়তপুরের মানুষ খালেদা জিয়া ও তারেক রহমানে সাথে ঐক্যবদ্ধ। আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির’ প্রতিবাদে শরীয়তপুরে বিএনপি’র শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ বানচাল করার জন্য সরকার দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে হামলা ও ককটেল বিস্ফোরণ করেছে। তারপরেও দলীয় নেতাকর্মীসহ জনগণ আমাদের সাথে থেকে সমাবেশ সফল করেছে।
বুধবার ‘তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুর জেলা বিএনপি’র আয়োজনে শরীয়তপুরের দুটি স্থানে (ধানুকা আঃ মান্নান মাদবরের বাড়ীতে ও পৌর বাসস্ট্যান্ড এলাকায় মাহবুব আলম তালুকদারের বাড়ীতে) অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে আজ জিনিসপত্রের দাম লাগাম ছাড়া। খাবার বলেন নিত্য ব্যবহার্য কাপড় বলেন প্রতিটি জিনিসের দাম লাগামহীন। দেশে খাদ্য শস্যের মজুদ আছে। তারপরেও জিনিসপত্রের দাম লাগামহীন। কারণ বর্তমান সরকারের নেতৃত্বাধীন সিন্ডিকেট, তাদের কারণে আজ জিনিসপত্রের মূল্য লাগামহীন। কৃষকেরা উৎপাদিত মূল্যের দাম পাচ্ছেনা। সাধারণ মানুষ কয়েকগুণ দামে পন্য কিনছে। ন্যায্যমূল্যের দোকানগুলোতে আজ ভীড়, মানুষ ট্রাকের পেছনে দৌড়াচ্ছে। শুধু তাদের সন্তান পরিবারের জন্য ডাল ভাতের ব্যাবস্থা করতে, তাও পারছে না।
এরআগে শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সহভাপতি আঃ মান্নান মাদবর, আবুল হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, বিএম মহিউদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, যুবদলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান মোল্যা, স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সী সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এদিকে, বেলা সাড়ে ১১ টার দিকে ধানুকা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সামনের সড়কে স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সী’র উপর যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্বে হামলা করা হয়। আর বেলা সাড়ে ১২ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনের সড়কে বিএনপি’র কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দের গাড়ীতে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্বে হামলা করা হয়। এসময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |