- প্রচ্ছদ
-
- ঢাকা
- শরীয়তপুরে কর্মহীন মানুষের মাঝে সোনালী ব্যাংকের অর্থ সাহায্য বিতরণ
শরীয়তপুরে কর্মহীন মানুষের মাঝে সোনালী ব্যাংকের অর্থ সাহায্য বিতরণ
প্রকাশ: ১২ আগস্ট, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ
১নং ছবির ক্যাপশন: শরীয়তপুরে কর্মহীন মানুষের মাঝে সোনালী ব্যাংকের অর্থ সাহায্য বিতরণ করছেন, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
শরীয়তপুর প্রতিনিধি:-করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সোনালী ব্যাংক লিমিটেডের বিশেষ সিএসআর (কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি) এর কার্যক্রমের আওতায় শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে ও সোনালী ব্যাংক লিমিটেড শরীয়তপুর শাখার সার্বিক সহযোগিতায় শরীয়তপুরে কর্মহীন মানুষের মাঝে অর্থ সাহায্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট ২০২১) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৮৮ জন কর্মহীন মানুষের মাঝে ২ হাজার করে মোট ১ লাখ ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়।
সোনালী ব্যাংক শরীয়তপুর শাখার ম্যানেজার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাখাওয়াত হোসেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই।
এসময় উপস্থিত ছিলেন, এনডিসি মোঃ পারভেজ, সহকারী কমিশনার আঃ রহিম, সোনালী ব্যাংক শরীয়তপুর শাখার প্রিন্সিপাল অফিসার ত্রিনাথ বিশ্বাস, সিনিয়র অফিসার আক্তার উজ্জামান, সিনিয়র অফিসার আশিষ কুমার সিকদার ও আংগারিয়া শাখার ম্যানেজার রাজিবুল হাসান প্রমূখ।
Please follow and like us:
20 20