আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৩৪
শরীয়তপুর প্রতিনিধি: -শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে পৌর বাসস্ট্যান্ড এলাকার মদিনাতুল উলুম মাদরাসা প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল খানের সভাপতিত্বে ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ফকির।
প্রধান বক্তা ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুব আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বি.এম মহিউদ্দিন বাদল, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মাঝী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, ছাত্রদলের সভাপতি রাশেদ খান মেনন। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মিজান ঢালী, সাংগঠনিক সম্পাদক নিজাম মাদবর, ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদ হাসান মান্নান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. সুলতান নাসির, শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা, তৃণমূল দলের সভাপতি আনোয়ার আকন, জাজিরা উপজেলা যুবদল সভাপতি আলমগীর হোসেন, সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি মো: উজ্জ্বল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কে.এম রফিকুল ইসলাম পিন্টু, জাজিরা উপজেলার সভাপতি শাহ আলম আকন, সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক সুমন আকন, শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রদল সভাপতি খান বাহাদুর আফজাল নূর, ছাত্রনেতা বাবু, সলেমান কাজী, আল-আমিন, মারুফ সরদার, তাজমুল মাঝী, জাহিদুল ইসলাম সাগর, সাইফুল ইসলাম শাওন খান প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃতপক্ষে ৭ নভেম্বর থেকেই এদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, বহুদলীয় গণতন্ত্র এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ সৃষ্টি হয়েছিল। তার নেতৃত্ব দিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |