- প্রচ্ছদ
-
- ঢাকা
- শরীয়তপুরে পাউবো কর্মচারীকে মারধরের অভিযোগে সাংবাদিকসহ দুজনের বিরুদ্ধে মামলা
শরীয়তপুরে পাউবো কর্মচারীকে মারধরের অভিযোগে সাংবাদিকসহ দুজনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী বেলায়েত হোসেনকে মারধর ও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শরীয়তপুর কার্যালয়ের এক কর্মচারীকে মারধর ও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আহত ওই কর্মচারীকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
গত রোববার দুপুরে সদর উপজেলার চর স্বর্ণঘোষ এলাকায় কীর্তিনাশা নদীর তীরে পাউবোর কার্যসহকারী বেলায়েত হোসেনকে মারধরের এই অভিযোগ উঠে। বেলায়েত জেলা সদরের তুলাসার এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সিকদারের ছেলে।
এ ঘটনায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের শরীয়তপুর প্রতিনিধি বিএম ইশ্রাফিল ও তাঁর সহযোগী সুমন হাওলাদারের নামে মামলা করা হয়। রাতে জেলা সদরের পালং মডেল থানায় মামলাটি করেন পাউবোর উপসহকারী প্রকৌশলী সেলিম মোল্যা।
শরীয়তপুর পাউবো ও মামলার এজাহার সূত্র জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষার কাজ চলছে। চর স্বর্ণঘোষ এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং করার কাজ করছে। রোববার সেখানে দায়িত্ব পালন করছিলেন বেলায়েত।
দুপুর ১টার দিকে সেখানে যান সাংবাদিক ইশ্রাফিল ও তাঁর সহযোগী সুমন। জিওব্যাগে বালুর পরিমাণ ও নদীতে ডাম্পিং করার বিষয়ে তাঁরা খোঁজ-খবর নেন। একপর্যায়ে বেলায়েতের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়।
তখন এ দুজন বেলায়েতকে মারধর করে মাথা ফাটিয়ে দেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। মামলার এজাহারে আরও বলা হয়, বেলায়েতের কাছে ৫০ হাজার টাকাও দাবি করেছেন ইশ্রাফিল ও সুমন।
আহত বেলায়েতকে দুপুর দেড়টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাঁকে ঢাকা নিয়ে যাওয়া হয়। শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক লিমিয়া সাদিনা বলেন, মাথায় আঘাত লাগায় বেলায়েতের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসা প্রয়োজন। তাই তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
বেলায়েতের বাবা আব্দুল হাই সিকদার বলেন, ‘আমার ছেলের সঙ্গে ইশ্রাফিল ও সুমনের কোনো বিরোধ ছিল না। শুনেছি সুমন বালু সাপ্লাই দিতে চেয়েছিল আর ইশ্রাফিল টাকা চেয়েছিল। এগুলো না পেয়ে ক্ষুব্ধ হয়ে তাঁরা আমার ছেলেকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছেন।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, প্রকল্পের কোনো অনিয়ম থাকলে তাঁরা সংবাদ পরিবেশন করতে পারতেন। কিন্তু তাঁরা সেখানে গিয়ে আমাদের কর্মীদের মারধর করেছেন, টাকা দাবি করেছেন। বেলায়েতের অবস্থা সংকটাপন্ন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে মামলা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইশ্রাফিল বলেন, স্থানীয় সুমন হাওলাদারকে নিয়ে তিনি সংবাদ সংগ্রহের কাজে সেখানে গিয়েছিলেন। সংবাদ সংগ্রহ নিয়ে বেলায়েতের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তাঁকে মারধর করা হয়নি। কীভাবে তাঁর মাথা ফেটেছে তা তিনি জানেন না। অপবাদ দিয়ে তাঁকে এ ঘটনায় ফাঁসানো হচ্ছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, চাঁদা দাবি ও সরকারি কর্মচারীকে মারধর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। দুজনকে আসামি করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালাবে পুলিশ।
Please follow and like us:
20 20