- প্রচ্ছদ
-
- ঢাকা
- শরীয়তপুরে মুখে কালো কাপড় বেঁধে বিএনপির মৌন মিছিল
শরীয়তপুরে মুখে কালো কাপড় বেঁধে বিএনপির মৌন মিছিল
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধিঃ গুমের শিকার ব্যক্তিদের স্মরণে শরীয়তপুরে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার (৩০ আগস্ট ২০২৩) সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালুর নেতৃত্বে জেলা শহরের ধানুকা এলাকার রাণী মহলের সামন থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ধানুকার স্টেডিয়াম রোডের প্রবেশ মুখে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ গ্রহণ করেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি হাজী বিএম হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, শরীয়তপুর পৌরসভার সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা শ্রমিক দল নেতা সরদার একেএম চান মিয়া, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল, জেলা জাসাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোকন মোল্লা, সাধারণ সম্পাদক সুমন খান, বর্তমান সাধারণ সম্পাদক মনজুর হাসান, বিএনপি নেতা রাসেল, সজল, জেলা ছাত্রদল নেতা পান্থ তালুকদার, পারভেজ খান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। এসময় সাবেক এমপি নাসির উদ্দীন কালু বলেন, বর্তমান সরকার দেশে গুম খুনের রাজত্ব কায়েম করলেও কোন বিচার হচ্ছে না। গুম, খুন ও নির্যাতন করে সরকার টিকে থাকতে পারবে না। অবিলম্বে সরকারকে পদত্যাগ করতেই হবে।
Please follow and like us:
20 20