আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪৬
শরীয়তপুর প্রতিনিধি :শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরনের বাসভবনের সামনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার শান্তিপূর্ণ মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাধা দিয়ে অনুষ্ঠান করতে না দেয়া এবং শফিকুর রহমান কিরনকে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই দিন রাতে শরীয়তপুরের সখিপুর থানার চরসেনসাস ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান বালাকে সখিপুর থানা পুলিশ কর্তৃক গ্রেফতার এবং বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ারও প্রতিবাদ জানান তিনি।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রতিবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এখন আতঙ্কে ভুগছে। জনসমাগম দেখলেই বিষ্ফোরণের আশঙ্কায় শিউরে উঠছে। তাই বিএনপিসহ বিরোধী দলগুলোর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলের মতো শান্তিপূর্ন অনুষ্ঠানেও দলীয় সন্ত্রাসী ও পুলিশ দিয়ে হামলা চালাচ্ছে। অনুষ্ঠানে বাঁধা প্রদানসহ নেতাকর্মীদের গ্রেফতার করছে।
গত সোমবার শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে শরীয়তপুর জেলার সখিপুর থানার বালার বাজার জেলা বিএনপির সভাপতির বাসভবনের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের শান্তিপূর্ণ অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগে ও পুলিশ যৌথভাবে অনুষ্ঠানে বাঁধা প্রদান করে। পরে রাতে চরসেনসাস ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান বালাকে সখিপুর থানা পুলিশ কতৃর্ক গ্রেফতার এবং বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকমীদের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলা তারই ধারাবাহিকতা। অবৈধ আওয়ামী লীগ সরকার বিএনপিসহ বিরোধীদল গুলোকে ধ্বংসের মাধ্যমে নব্য বাকশালী শাসন বলবৎ রেখে জসগনকে শাসন ও শোষন করতে চায়। বিরোধী দলীয় নেতাকর্মীরা যাতে জনগনকে সাথে নিয়ে বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলতে না পারে সে জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের মাধ্যমে কারাবন্দী করে রাখার অপকৌশল গ্রহণ করেছে ভোটারবিহীন সরকার।
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা বলতে যা বুঝায় তা এখন নিঃশেষ করে দেয়া হয়েছে বলেই আওয়ামীলীগ সরকার ফ্যানিবাদী কায়দায় দেশ শাসনে মাতোয়ারা হয়ে উঠেছে। মানবতা বিরোধী সকল কর্মকান্ডে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করা হচ্ছে। ভোট ছাড়াই রাষ্ট্রীয় ক্ষমতা জবরদখলকারী বর্তমান গনবিচ্ছিন্ন সরকার তাদের বেসামাল অবস্থাকে সন্ত্রাসী কায়দায় সামাল দেয়ার জন্য বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা এবং তাদেরকে কারাগারে আটকিয়ে রাখার কুমতলব গ্রহণ করছে। সরকারের এসব অন্যায় ও কুমতলব তছনছ করে সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার গনতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে করামুক্ত করার মাধ্যমে দেশে হারানো গনতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে জনগন এখন রাস্তায় নামার প্রস্তুতি গ্রহণ করছে। শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার সহ অবিলম্বে চরসেনসাস ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান বালার নিঃশর্ত মুক্তির দাবী জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |