শরীয়তপুর প্রতিনিধি:-২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুর সদর উপজেলার ১০টি ইউনয়নের নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ( ১৭ অক্টোবর) স্ব স্ব রিটানিং অফিসারদের কাছে পালংয়ে ৫ জন, তুলাসারে ৪জন, বিনোদপুরে ৩জন, চন্দ্রপুরে ৩জন, মাহমুদপুরে ৭জন ,আংগারিয়ায় ৭জন, চিতলিয়ায় ৪জন, রুদ্রকরে ৫ জন, ডোমসারে ৪জন ও শৌলপাড়া ইউনিয়নে ৫ জনসহ মোট ৪৪জন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে ১জন জাতীয় পার্টি, ৮ জন ইসলামী আন্দোলন ও ১০জন আওয়ামীলীগের প্রার্থী। আর বাকিরা আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে । এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ১০২ জন ও সাধারন সদস্য পদে ৩৬১ জন প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রিটানিং অফিসার গন এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১১ নভেম্বর এ সকল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।