শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুদুর রহমান দল থেকে পদত্যাগ করেছেন। বুধবার সকাল ১০টার দিকে শরীয়তপুর জজকোর্ট এলাকায় তার ব্যক্তিগত চেম্বারে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ১৭ বছর ধরে জেলা জাতীয় পার্টির সভাপতি। ৬ বছর কেন্দ্রীয় কমিটির সদস্য। আমি ২০১৮ সালে ব্রেইন স্ট্রোক করি। সম্প্রতি আবার অসুস্থ হয়ে পড়লে ঢাকা হাসপাতালে নিলে চারটি ব্লক ধরা পড়ে। তাই শারীরিক অসুস্থতার কারণে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবো না বিধায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি পদ-পদবী থেকে পদত্যাগ করলাম।
এসময় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।