শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুর সদর উপজেলায় ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ৪ ও বিদ্রোহী প্রার্থী ৫ টিতে জয় পেয়েছেন।
এরমধ্যে বিনোদপুরে আবদুল হামিদ সাকিদার (আ’লীগ) ও আব্দুস সালাম খান (আ’লীগ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া রুদ্রকরে আলহাজ্ব সিরাজুল ইসলাম ঢালী (আ’লীগ), তুলাসারে জামাল হোসাইন ফকির (আ’লীগ), ডোমসারে মাস্টার মজিবুর রহমান খান (আ’লীগ বিদ্রোহী), পালংয়ে কে. এম. আজাহার হোসেন (আ’লীগ বিদ্রোহী), মাহমুদপুরে শাহজাহান ঢালী (আ’লীগ বিদ্রোহী), আংগারিয়ায় আনোয়ার হোসেন হাওলাদার (আ’লীগ বিদ্রোহী), শৌলপাড়ায় মোঃ ভাষানী (আ’লীগ বিদ্রোহী)।
সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।