আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৬
বিডি দিনকাল ডেস্ক : আজ ২৭ জুলাই ২০২২, বুধবার সকাল ১০টায় যাত্রাবাড়ীস্থ নবী টাওয়ারে ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানাধীন ৬৬, ৬৭. ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়।
নগর যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক টীম-৮ এর প্রধান হারুনুর রশিদ হারুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র জেষ্ঠ্য সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, আ ন ম সাইফুল ইসলাম, সদস্য ফরহাদ হোসেন, আকবর হোসেন ভূঁইয়া নান্টু, জুম্মন মিয়া, আব্দুল হাই পল্লব, এ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী সহ মহানগর ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি’র বক্তব্যে জনাব আবদুস সালাম বলেন, আওয়ামী সরকারের চরম দুর্নীতিতে দেশের বিদ্যূৎ ও জ¦ালানী খাতে তীব্র সংকট শুরু হয়েছে। শহর থেকে গ্রাম সর্বত্রই সীমাহীন লোডশেডিংয়ে মানুষের জীবন এখন বিপর্যস্ত। অনির্বাচিত সরকার দেশ পরিচালনায় নজীরবিহীন ব্যর্থতা ঢাকতেই একের পর এক নতুন নতুন ইস্যু তৈরী করে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত। কিন্তু জনগণ সরকারের ভয়াবহ দুঃশাসন ও দুর্নীতির মূলোৎপাটনে এখন ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে। আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত করতে বিএনপি জনগণকে সাথে নিয়ে দূর্বার গণআন্দোলন শুরু করবে।
প্রধান বক্তার বক্তব্যে রফিকুল আলম মজনু সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, দেশ বাঁচাতে, দেশের জনগণকে আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসনের কবল থেকে রক্ষা করতে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত রাজপথ থেকে সরে আসবে না। যেকোন মূল্যে হারানো গণতন্ত্র, মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে আনতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ।প্রেস বিজ্ঞপ্তি
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |