আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২৭
ডেস্কঃ- সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকার) সভায় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর রাষ্ট্রীয়ভাবে দেওয়া ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব।
এক বিবৃতিতে মুকিব বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাই নন তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, একজন সেক্টর কমান্ডার, জেড ফোর্সের প্রতিষ্ঠাতা, সাবেক সেনা প্রধান এবং বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি।জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে দেয়া যাবে না’জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, জেড ফোর্সের প্রধান ছিলেন, বীর উত্তম উপাধি পেয়েছেন, দেশের কঠিন সময়ে তিনি অবদান রেখেছেন।জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে দেয়া যাবে না। কারণ, জিয়াউর রহমান এ দেশের মানুষের অন্তরে রয়েছেন।
জিয়াউর রহমানের মুক্তিযোদ্বা খেতাব বাতিল সারাদেশ এবং জাতিকে হতাশ করেছে। আমরা সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এ সরকার অগণতান্ত্রিক সরকার। আর এমন সিদ্ধান্ত অগণতান্ত্রিক সরকারই নিতে পারে। রাজনীতি একদিনের জন্য নয়, রাজনীতি সারা জীবনের জন্য। সরকারকে এটা অনুধাবন করতে হবে। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।সরকার শহীদ জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত থেকে সরে না আসলে দেশে ও বহির্বিশ্বে একযোগে আন্দোলনের ডাক দেওয়া হবে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |