আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২২
ফরিদপুরের নগরকান্দায় দুই পক্ষের সংঘর্ষ ও এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের (বাবুল) দলীয় পদ স্থগিত করেছে বিএনপি।
এ বিষয়ে দুই নেতাকে দলীয় পদ স্থগিত করার কথা জানিয়ে পৃথক চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে দুজনের বিরুদ্ধে দলে বিশৃঙ্খলা ও সংঘাত সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। তাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা স্বীকার করেন। তিনি জানান, বিশৃঙ্খলা ও সংঘাত সৃষ্টির অভিযোগে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে বাবুলের জাগায় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এর দায়িত্ব প্রদান: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি মো: মোশারফ হোসেন-কে জাতীয়তাবাদী কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |