- প্রচ্ছদ
-
- অপরাধ
- শাহজালালে চোরাচালানে দুবাই ফেরত ২ যাত্রী ও ৩ বেবিচকের কর্মী আটক
শাহজালালে চোরাচালানে দুবাই ফেরত ২ যাত্রী ও ৩ বেবিচকের কর্মী আটক
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) অভিযানে দুই যাত্রীসহ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের ৩ সদস্য স্বর্ণ চোরাচালানের সময় হাতেনাতে আটক হয়েছেন।
তাদের কাছ থেকে দুইটি স্বর্ণের বার (২৩২ গ্রাম) এবং ১৯ ধরনের জুয়েলারি সামগ্রী (২০০ গ্রাম) সহ মোট ৪৩২ গ্রাম বা ৩৭ ভরি সোনা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লক্ষ টাকা। এছাড়া, পাঁচটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন পাওয়া যায়। ৫ জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই যাত্রী নাম মোঃ তাজুল ইসলাম এবং মোঃ জামাল উদ্দিন।
এই দুই যাত্রী ১৭ আগস্ট সকালে এমিরেটস (ইকে—৫৮২) ফ্লাইট যোগে সকাল ৮টা ৪০ মিনিটে দুবাই থেকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণের বার, মোবাইল এবং জুয়েলারি সামগ্রী পূর্ব পরিকল্পনামতে সিভিল এভিয়েশনের লাউঞ্জ রুম এটেনডেন্ট আব্দুল ওহাব, ইঞ্জিন ড্রাইভার হাসান, ইএম হেল্পার শাহজাহান এর নিকট হস্তান্তর করেন।
পূর্ব থেকে ওৎ পেতে থাকা এভসেক সদস্যগণ কাস্টম্স ফাঁকি দিয়ে স্বর্ণের বার, মোবাইল এবং জুয়েলারি সামগ্রী পাচারকালে তাদেরকে হাতেনাতে আটক করেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কাস্টমসের গ্রীন চ্যানেল হতে, দুবাই ফেরত দুই যাত্রীকে আটক করেন।
Please follow and like us:
20 20