আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৪
মনির হোসেন জীবন- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১২ কোটি টাকা মূল্যের ১ কেজি ৮০০ গ্রাম নিষিদ্ধ মাদক কোকেনসহ ভারতীয় এক নারীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত ওই নারীর নাম সালোমে লালরামধরল (৪৭) । তার পিতার নাম জোমুয়ান্থ আঙ্গু, মাতা সালোমে আলরাদিয়ারি, তার পাসপোর্ট নং-ভি-১১১৫৮৭৫, ১০৩, ব্রিগেডিয়ার সাপলিয়ানা কমপ্লেক্স দক্ষিণ আইজাওয়াল পিন- ৬৯৬০০১ মিজোরাম। ভারত। (Salome Lalramdharl father name Zomuanth Angu.mother name Salome Alradiari.address A- 103. Brig Sapliana complex south Aizawal pin-696001 Mizoram.India. passport no-V-1115875) গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে কাতারের দোহা থেকে ঢাকাগামী কিউআর-৬৩৮ নং বিমানের সীট নং ১৮/ এ যাত্রীর লাগেজ স্ক্যানিং ও তল্লাশী চালিয়ে ১৮০০ গ্রাম কোকেন জব্দ করা হয়।
আজ শনিবার ১০ জুন ২০২৩ ইং বেলা সাড়ে ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারফ্রেইট সার্কেল (আমদানী কার্গো কমপ্লেক্স) প্রাঙ্গণে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের (সি-শিফট) উপ-পরিচালক নাজমা জ্যাবিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত এ্যারাবেল টাইম ১ টা ১৮ মিনিটের সময় মরস্কোর কাসাব্লাঙ্কা থেকে কাতারের দোহা হয়ে ঢাকাগামী বিমান কিউআর-৬৩৮ উড়োজাহাজটি হযরত শাহজালাল বিমানবন্দরে এসে অবতরন করে। আর ওই বিমানের ১৮/ এ সীটের যাত্রী ছিলেন ভারতীয় নাগরিক সালোমে লালরামধরল। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর খবর পায় যে, ওই বিমানে চোরাচালান হতে পারে এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা কড়া নজরধারীতে রাখে। এক পর্যায়ে ওই বিমানের যাত্রীরা একেএকে গ্রীন চ্যানেল পার হবার সময় ভারতীয় নাগরিক ও যাত্রী সালোমে লালরামধরল কে সন্দেহ জনক মনে হয় এবং শনাক্ত করা হয়।
উপ-পরিচালক নাজমা জ্যাবিন জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে আটককৃত ভারতীয় নারী যাত্রী কোন প্রকার মাদক বহন করছেন কি না জানতে চাওয়া হলে সে অস্বীকার করেন। এসময় যাত্রীর আচরণ আরও সন্দেহ জনক মনে হলে তার বহনকৃত লাগেজ (নেভী ব্লু রঙয়ের ট্রলি ব্যাগ) স্ক্যানিং ও যাত্রীর শরীর তল্লাশী করা হলে তার ভেতরে সাদা রঙয়ের কোকেন জাতীয় মাদকদ্রব্যের অস্তিত্ব খুঁজেছ পাওয়া যায়। পরবর্তীতে আটককৃত মাদক জাতীয় পণ্য ড্রাগ কীট টেস্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা প্রাথমিক ভাবে কোকেন হিসেবে চিহ্নিত করেছেন। এক কেজি ৮শ গ্রাম কোকেনের বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। কাস্টমস শুল্ক গোয়েন্দারা জানিয়েছে, ভারতীয় যাত্রী অত্যন্ত সুকৌশলে ব্যবহূত ট্রলির মধ্যে লুকিয়ে আটককৃত মাদক চোরাচালানের উদ্দেশ্য দেশে এনেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, কাস্টমস এ্যাক্ট আইন, মানিলন্ডারিং আইন ও বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের এবং তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, আজ দুপুর ২ টায় ডিএমপি বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুল হক ভুঁইয়া জানান, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলার আসামীকে জিঙ্গাসাবাদ শেষে আগামীকাল রোববার আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |