আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৯
কামরুল হাসান বাবলু:-ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৫৮৫ থেকে ১২ কেজি ওজনের স্বর্ণের ১২ টি বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ।
এদিকে গতকাল ১২ ডিসেম্বর সোমবার রাত ১১ টায় বিমানবন্দর এলাকায় এয়ারফ্রেইট ইউনিট সার্কেল এর অফিসে উপ/সহকারী পরিচালক সানজিদা খানম এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন ,কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক এর দিক নির্দেশনায় বিমানবন্দরের অভ্যন্তরে রানওয়ের ২০ নং বে তে সিঙ্গাপুর থেকে আগত BG 585 বিমান অবতরণের পর পরেই বিমানটি ঘিরে ফেলা হয় ।সন্ধ্যা ৬-২৪ মিনিটে ২০ নং বে তে BG ৫৮৫ ফ্লাইট সংযোগ স্থাপনের পর পরেই উপ/সহকারী পরিচালক সানজিদা খানম এর নেতৃত্বে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এর কর্মকর্তা কর্মচারীগণ বিমানটিতে প্রবেশ করে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেন ।
মেঘদূত নামের এই এয়ারক্রাফটির বিজনেস ক্লাসের সিট নং-২(A ) এবং ২(F ) এর নীচে অভিনব উপায়ে বিশেষভাবে লুকায়িত পরিত্যাক্ত অবস্থায় কালো রংয়ের স্কস্টেপ মোড়ানো অবস্থায় ৬ টি বান্ডিল পায়।
এই বান্ডিল গুলো উদ্ধার করে রাত ৮টায় কাস্টমস হাউস এর ব্যাগেজ কাউন্টারে এনে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ৬টি বান্ডিল হতে ১২ টি স্বর্ণবার (প্রতিটি ১০০০ গ্রাম ) উদ্ধার করা হয় । যার মোট ওজন ১২০০০(বার হাজার ) গ্রাম এবং উদ্ধারকৃত স্বর্ণবার গুলোর বাজার মূল্য ৮,৪০,০০,০০০/-( ৮ কোটি ৪০ লক্ষ ) টাকা ।
তিনি আরো বলেন ,উদ্ধারকৃত স্বর্ণবার গুলো পরীক্ষা,নিরীক্ষা করে ডি এম মুলে কাস্টমস হাউস ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা করা হয়েছে ।
এই বিষয়ে বিমানবন্দর থানায় এজাহার দায়েরের পক্রিয়া চলমান রয়েছে বলে সানজিদা খানম গণমাধ্যমকে বলেছেন ।বিশেষ এক তথ্যের ভিত্তিতেই এই স্বর্ণবার এর কথা জানতে পেরেছেন ।
এইধরণের নজরধারী অব্যাহত থাকবে বলে নিশ্চত করেছেন সানজিদা খানম ।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |