আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:০৫
কামরুল হাসান বাবলু : আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টার কিছুর পরে রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ নং টার্মিনালে অভ্যন্তরে রান ওয়েতে থকা দুটি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কুর্মিটোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরে তেলবাহী লরিতে আগুন লেগেছে বলে সকাল ১০টা ১২ মিনিটে আমরা খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেছেন, বিমানবন্দরের ৩ নং টার্মিনালে একটি ট্যাংক লরি থেকে আরেকটিতে তেল নেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুই লরিতে আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসসহ বিমানবন্দরে নিয়োজিত থাকা বিভিন্ন ইউনিট ছুটে আসে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।এইমুহূর্তে স্বাভাবিক অবস্থা রয়েছে । চলছে স্বাভাবিক কাজকর্ম ।
Dhaka, Bangladesh সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:51 PM |