আজ বৃহস্পতিবার | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৫
কামরুল হাসান বাবলু : ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটের ১৪-এ ও ১৫-এ এর সিটের সিটের নিচ থেকে মিললো ৭ কেজি স্বর্ণ ওজনের দুটি বান্ডেল থেকে মোট ৬০টি স্বর্ণের বার।
রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের সিটের নিচ থেকে প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।তবে সেই সময় কোনো যাত্রীকে আটক এর খবর পাওয়া যায় নাই ।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উপ-পরিচালক মিজানুর রহমান জানান, থাইল্যান্ডের ব্যাংকক থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে এই ফ্লাইটে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে ফ্লাইট এর ১৪-এ ও ১৫-এ এর সিটের নিচে খুব সূক্ষ্মভাবে লুকানো দুটি দুটি বান্ডিল লক্ষ্য করা যায়। পরে সেগুলো খুললে যেখানে স্বর্ণ মেলে।দুটি বান্ডেল থেকে মোট ৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। সর্বমোট ৬ দশমক ৯৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয় যার মূল্য প্রায় ৭ কোটি টাকা। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান উপ-পরিচালক মিজানুর রহমান।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:54 AM |
Sunrise | 6:12 AM |
Zuhr | 11:43 AM |
Asr | 2:51 PM |
Magrib | 5:13 PM |
Isha | 6:31 PM |