আজ মঙ্গলবার | ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৩
কামরুল হাসান বাবলুঃ- গতকাল বুধবার ২ ফেব্রুআরি ২০২৩ ইং ঢাকা আন্তর্জাতিক সাহাজালাল বিমান বন্দরে ইউএস বাংলাদেশ এয়ারলাইন্সের একটি পরিবহন বাসে লুকায়িত স্থান থেকে ১৩ কেজি ৯৯৯ গ্রাম( ১২০ স্বর্ণের বার) উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউজ এর গোয়েন্দা কর্মকর্তারা । যার আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি ৫০ লক্ষ টাকা।
ঢাকা কাস্টমস সূত্র থেকে জানা জায়, ১২০ পিস এই স্বর্ণ বারের চালানটি দুবাই থেকে ঢাকাগামী ইউএস বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিএস- ৩৫২ যোগে ঢাকায় আসতেছে এমন গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস হাউজের কর্মকর্তা ও কর্মচারিগনের সমন্নয়ে একটি টিম ভোর থেকে সতর্ক অবস্থানে থাকে ।
সূত্র জানায়, বিমান অবতরনের পর যেসব পরিবহন বাস বিমানের যাত্রীদেরকে রান ওয়ে থাকা বিমান থেকে নিয়ে আসে সেইরকম ইউএস বাংলার নিজস্ব পরিবহন নং- ঢাকা মেট্রো-স-১২ -০১১৩ বাস ও একটি প্রাইভেট কার যাত্রীসমেতে ২১ নং গেইটে আসার সাথে সাথে ঘিরে ফেলে কাস্টমসটিম। দুইটি পরিবহণ থেকে দুবাই ফেরত যাত্রীদেরকে নামিয়ে ব্যাপক তল্লাশি চালায় কর্মকর্তারা। তল্লাসির এক পর্যায়ে পরিবহনটির ড্রাইভার মোঃ হারুনুর রশিদকে গ্রেফতার করে জিজ্ঞাসা করলে তার দেখানো বাসের মধ্যে বিশেষ ভাবে লুকায়িত চারটি প্যাকেট থেকে ১২০ টি স্বর্ণবার উদ্ধার করে । যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম। সর্বমোট ১৩. ৯৯০ কেজি( প্রায় ১৪ কেজি) সমপরিমাণ।গ্রেফতারকৃত আসামি মোঃ হারুনুর রসিদ একটি আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালানী চক্রের সদস্য বলে ধারণা করছেন কাস্টমস ঢাকা হাউজের কর্মকর্তারা।
গ্রেফতার ড্রাইভার হারুন us bangla airlines এর MT Operatior . অফিস id-usba- 23326. পিতাঃ আলী হোসেন, গ্রাম-মুলাইদ, ইউনিয়ন- তেলিহাটি, পোষ্ট- টেংগরা, জেলা গাজিপুর।
জব্দকরা বাসটি বিমানবন্দরের সিভিল এভিয়েসনের কাছে হস্তান্তর করে অন্যান্য জব্দ কৃত আলামত গতকাল রাতে বিমানবন্দর থানায় জমা দিয়ে ড্রাইভার হারুনকে হস্তান্তর করে মামলা দায়ের করেছে ঢাকা হাউজ কাস্টমস এর পক্ষ থেকে ।
থানায় রুজুকৃত মামলা নাম্বার ০৩ / ০২- ০২- ২০২৩ ইং । গ্রেফতারকৃত আসামি হারুনকে আদালতে উঠিয়ে তথ্য উদঘাটন এ জিজ্ঞাসাবাদ এর জন্য রিমান্ড এর আবেদন করবেন এ মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুমন।।
Dhaka, Bangladesh সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:02 PM |
Magrib | 5:22 PM |
Isha | 6:43 PM |